ব্রেকিং- মৌলভীবাজারে হিন্দু কর্তৃক ইসলাম অবমাননা প্রতিবাদ করায় ২ মুসলিম যুবক গ্রেফতার

ব্রেকিং- মৌলভীবাজারে হিন্দু কর্তৃক ইসলাম অবমাননা
প্রতিবাদ করায় ২ মুসলিম যুবক গ্রেফতার
মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় অপু দেব নামক এক হিন্দু ছেলের আইডি থেকে কুরআনের উপর কৃষ্ণের ছবি রেখে ফেসবুকে পোস্ট করা হয়। এ ঘটনায় প্রতিবাদ করায় ২ মুসলিম যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ২ মুসলিম যুবকের নাম ওয়াহিদ আহমেদ এবং জাবের হোসেন রিজন। তাদের নামে মামলা দায়ের করে থানার সাব ইন্সপেক্টর সঞ্জয় চক্রবর্তী। মুসলিম যুবকদের নামে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা করে জেলা হাজতে প্রেরণ করা হয়। এদিকে, অপু দেবের উপর যেন কোন হামলা না হতে পারে সে জন্য তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। পাশাপাশি হিন্দু বাড়িঘর ও মন্দিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
খবরের সূত্র
১) http://bit.ly/2foIlz7
২) http://bit.ly/2foIhPH

Kommentarer

Populära inlägg i den här bloggen

সি আই এ মোসাদ এর প্রজেক্ট হলো ইনসেস্ট তথা বাবা-মেয়ে,মা-ছেলে, ভাই-বোন অবৈধ সম্পর্ককে প্রমোট করা।

পতিতা ব্যবসায়ী রবীন্দ্রনাথ এবং দালাল মিডিয়া

বাংলাদেশে পতিতাদের সংগঠনগুলোই বলছে- বাংলাদেশে ১৮ বছরের নিচে পতিতাদের সংখ্যা ৬৪% এবং তারা আরো জানাচ্ছে, ৯০% পতিতা তাদের দেহব্যবসা শুরু করে শিশু বয়স থেকেই।