ফেসবুকে উগ্রহিন্দুদের সিক্রেট গ্রুপ- নাম ‘সনাতন’।

ফেসবুকে উগ্রহিন্দুদের সিক্রেট গ্রুপ- নাম ‘সনাতন’। গ্রুপের সদস্য ৩৪ হাজারের উপরে, এডমিনের সংখ্যা ২৫ জন। এডমিনদের মধ্যে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর অথবা ক্যাপ্টেন র‌্যাঙ্কের এক উগ্র হিন্দু নারী, অলকা ভট্টাচার্য্য (https://www.facebook.com/alakashupa)। তাকে নাকি কুমিল্লা ক্যান্টনমেন্টের অস্ত্রগারের দায়িত্বেও রাখা হয়েছিলো।
যাই হোক, এই উগ্রহিন্দু মহল প্রকাশ্যে বাংলাদেশে বসে মুসলিম বিরোধী পরিকল্পনা করছে, বাংলাদেশ থেকে কিভাবে ইসলাম মিটিয়ে দেয়া যায় সে পরিকল্পনা করছে, পুলিশের সাইবার ইউনিট কি সেগুলো দেখে না, নাকি সেই ইউনিট নিজেই উগ্রহিন্দুত্ববাদের সদস্য। নয়ত রুশো-শাওনকে উগ্রহিন্দুত্ববাদ বিরোধী লেখার কারণে গ্রেফতার করা হয়, কিন্তু অলকা, নয়ন সাহা, আনসার সদস্য কনক দাস, সুপ্রীতি ধর কিংবা রাজীব চৌধুরী মিল্টনকে কেন গ্রেফতার করা হচ্ছে না ?
মুসলমানরা বুঝে গেছে, বাংলাদেশ বিক্রি হয়ে গেছে, বাংলাদেশে হিন্দুদের ক্ষমতায় তুলে মুসলমানদের অস্তিত্ত্ব মিটিয়ে দেয়া শুরু হয়ে। বাংলাদেশকে প্রকাশ্যে ভারতের অঙ্গরাজ্য ঘোষণা করা এখন সময়ের ব্যাপার মাত্র।

Kommentarer

Populära inlägg i den här bloggen

সি আই এ মোসাদ এর প্রজেক্ট হলো ইনসেস্ট তথা বাবা-মেয়ে,মা-ছেলে, ভাই-বোন অবৈধ সম্পর্ককে প্রমোট করা।

পতিতা ব্যবসায়ী রবীন্দ্রনাথ এবং দালাল মিডিয়া

বাংলাদেশে পতিতাদের সংগঠনগুলোই বলছে- বাংলাদেশে ১৮ বছরের নিচে পতিতাদের সংখ্যা ৬৪% এবং তারা আরো জানাচ্ছে, ৯০% পতিতা তাদের দেহব্যবসা শুরু করে শিশু বয়স থেকেই।