চট্টগ্রামের মিরসরাইয়ে হিন্দু শিক্ষকের বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ, বরখাস্ত বা গ্রেফতার না করে বদলি

চট্টগ্রামের মিরসরাইয়ে হিন্দু শিক্ষকের বিরুদ্ধে শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ, বরখাস্ত বা গ্রেফতার না করে বদলি
মিরসরাই উপজেলায় এক প্রাথমিক বিদ্যালয়ের এক হিন্দু শিক্ষকের বিরুদ্ধে শিশুদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বুধবার (২ নভেম্বর) বিকেলে পঞ্চম শ্রেণীর মেয়ে শিশুদের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ধূম ইউনিয়নের উত্তর নাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধান চক্রবর্তীকে মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাৎণিকভাবে বদলি করেন। কিন্তু তাকে গ্রেফতার বা বরখাস্ত কোনটাই করা হয়নি।
জানা যায়, পাঁচ মেয়ে শিশু শিার্থী ও অভিভাবকদের প্রদান করা অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায়, মিরসরাই উপজেলার ধূম ইউনিয়নের উত্তর নাহেরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক বিধান চক্রবর্তী দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিার্থীদের যৌন হয়রানি করছিলেন। শিশু শিক্ষার্থীরা জানায়, ওই শিক্ষক তাদের শরীরের বিভিন্ন অংশে হাত দিয়ে প্রায়ই যৌন হয়রানি করতো। আবার কাউকে বলে দিলে পরীক্ষায় ফেল করিয়ে দেয়ার হুমকি দিতো।
অভিযোগকারী এক শিশুর মা শিক্ষা অফিসে উপস্থিত সাংবাদিকদের বলেন, ঐ শিক্ষকের বিরুদ্ধে এর আগেও কয়েকবার একইরকম অভিযোগ ওঠার পর স্থানীয় প্রভাবশালীদের সাহায্য নিয়ে ওই বিষয়গুলো ধামাচাপা দেন।
সূত্র:
১) http://bit.ly/2fb8vFr
২) http://bit.ly/2f43tN4

Kommentarer

Populära inlägg i den här bloggen

সি আই এ মোসাদ এর প্রজেক্ট হলো ইনসেস্ট তথা বাবা-মেয়ে,মা-ছেলে, ভাই-বোন অবৈধ সম্পর্ককে প্রমোট করা।

পতিতা ব্যবসায়ী রবীন্দ্রনাথ এবং দালাল মিডিয়া

বাংলাদেশে পতিতাদের সংগঠনগুলোই বলছে- বাংলাদেশে ১৮ বছরের নিচে পতিতাদের সংখ্যা ৬৪% এবং তারা আরো জানাচ্ছে, ৯০% পতিতা তাদের দেহব্যবসা শুরু করে শিশু বয়স থেকেই।