Inlägg

Visar inlägg från april, 2018

কাশ্মীরের ক্ষতবিক্ষত আসিফা ও ঘৃণার যুদ্ধে মুসলমানদের পরাজয়

কাশ্মীরের ক্ষতবিক্ষত আসিফা ও ঘৃণার যুদ্ধে মুসলমানদের পরাজয় == কাশ্মীরের মন্দিরে পূজারী ও হিন্দু পুলিশ দিয়ে ধর্ষিত ও মাথায় পাথর মেরে হত্যা করা আসিফার খবরটি সবাই জানেন। মুসলমান মেয়েকে ধর্ষণ করায় অভিযুক্তরা কাশ্মীরের হিন্দুদের নিকট এখন হিরো হিসেবে গণ্য হচ্ছে। পুরো খবরটির মধ্যে যে অংশটি উল্লেখযোগ্য, তা হলো ধর্ষক মন্দিরের পুরোহিতের নাবালক ছেলেও এই কর্মকাণ্ডের সাথে জড়িত। সে তার চাচাতো ভাইকে উত্তর প্রদেশের মীরাট থেকে কাশ্মীরে ডেকে নিয়ে গিয়েছিল ৮ বছরের আসিফাকে ধর্ষণ করার জন্য। বিবিসির খবরে এসেছে, পরবর্তীতে যখন আসিফাকে মেরে ফেলার সিদ্ধান্ত হয়, তখন ধর্ষণকারীরা সক্ষম হয় না আসিফাকে হত্যা করতে। সেই নাবালকই তখন আসিফার মাথায় পাথর মেরে থেতলে তাকে হত্যা করে। কিছুদিন আগে রাজস্থানে আফরাজুলকে কুপিয়ে হত্যা করেছিল শম্ভুলাল রেগর, মনে পড়ে অছাম্প্রদায়িক ‍মুসলমানদের? সেই কুপিয়ে হত্যার ভিডিও করেছিল শম্ভুলালের ‘নাবালক’ ভাতিজা। মিডিয়াতে বিস্ময় প্রকাশ করা হয়েছিল যে, এধরণের বীভৎস দৃশ্য ভিডিও করার সময় শম্ভুলালের নাবালক ভাতিজার হাত একবারের জন্যও কেঁপে উঠেনি! হ্যাঁ হিন্দুরা তাদের সন্তানদের ছোটবেলা থেকেই যেভাবে ...

নবাব স্যার সলিমুল্লাহ'- একটা জীবন, একটা ইতিহাস।

Bild
দেখুন আমরা বাঙালীরা কতটা অকৃতজ্ঞ  😒 😒 ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ,যার দান করা ৬০০ একর জমির উপর দা‌রি‌য়ে আ‌ছে আজকের- ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল,  বুয়েট ,‌সে ই ,নবাব স্যার সলিমুল্লাহ। তার মৃত্যুবার্ষিকী ছিল গত ১৬ই জানুয়ারি। অথচ তার মৃত্যুবার্ষিকীতে এইসব প্রতিষ্ঠানে কোন মিলাদ, দোয়া,বা কবর জিয়ারত, আয়োজন করা হয়নি। - আর যে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছে,(সুধু বি‌রো‌ধিতা ই নয়,বর লা‌টের ( লর্ড কার্জন) কা‌ছে নিয়‌মিত তদ‌বির করত,‌যেন বিশ্ব‌বিদ্যালয় প্র‌তি‌ষ্ঠিত না হয়), বঙ্গ ভ‌ঙ্গের বি‌রো‌ধিতা ক‌রে‌ছে,চাষা পে‌াষার জাত, ৭ কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি...!!!-এ সব কথা ব‌লে‌ছে, তার জন্মদিন, মৃত্যুদিন আমরা কত ধুমধামের সাথে পালন করছি। ছিঃ বলতেও লজ্জা লাগে। এক নজরে নবাব সলিমুল্লাহর জীবনী। 'নবাব স্যার সলিমুল্লাহ'- একটা জীবন, একটা ইতিহাস। নবাব সুলিমুল্লাহ যার জন্ম ১৮৭১ সালের ৭ ই জুন। ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত ধর্মপ্রিয়। ফলে অভিজাত পরিবারের সন্তান হয়েও তিনি সাধারণ মানুষের কাছাকাছি অবস্থান করতেন। সাধারণ মানুষে...