Inlägg

Visar inlägg från februari, 2018

একদম চুপ! জঙ্গি বলে পুলিশে ধরিয়ে দিবো...

Bild
একদম চুপ! জঙ্গি বলে পুলিশে ধরিয়ে দিবো... শ্যামলী পরিবহন থেকে সাবধান! আপনাকেও জঙ্গী বলে পুলিশে দিতে পারে। সিলেটে যাওয়ার উদ্দেশ্যে শ্যামলী পরিবহনের ঢাকা সায়দাবদ ৬নং কাউন্টারে গেলাম। জানতে চাইলাম সিলেটের গাড়ি কয়টায়? বলল- গাড়ি রানিংসোয়া বারোটার মধ্যেই আসবে। ১২:০২ মিনিটে টিকেট নিলাম। অপেক্ষার পালা শুরু... বারোটা বাইশ মিনিটে জানতে চাইলাম গাড়ির কী খবর? বলল- জ্যামে আছে, আসতেছে। বারোটা চল্লিশ মিনিটে জানতে চাইলে বলল- আপনি এমন করেন কেন? পেসেঞ্জার আর কি নাই? আর কেউ তো আপনার মতো এমন করছে না। একটু জোরালো কণ্ঠে বললাম- আপনারা মিথ্যা বললেন কেন? আরেকজন বললেন- আমাকে বলছে সাড়ে বারোটার কথা। আরেকজন বলল- আমাকে বলেছে গাড়ি একটায় আসবে। বললাম- আমি একটা প্রোগ্রামে যাচ্ছি... আমার তো দেরী হয়ে গেল। মিথ্যার আশ্রয় না নিলে হতো না? ততক্ষণে তারা বেশ কয়েকজন জড়ো হয়ে গেল। বলল- একদম চুপ! আর একটা কথাও বলবেন না। জঙ্গী কোথাকার! পুলিশ ডেকে এনে এখনই ধরিয়ে দেবো। পরস্পর বলাবলি করছে - এই তার ব্যাগটা চেক কর, বোমা আছে কি না দেখ। পুলিশকে ফোন কর। পনেরো-বিশজন পেসেঞ্জার কাউন্টারে ছিল, এসব শুনে সবাই মূহুর্তের মধ্যেই বরফে চাপা পড়...