হিন্দুদের পূজায় যাওয়া, উৎসব করা, পূজায় সাহায্য-সহযোগিতা করা মুশরিক হয়ে মৃত্যুবরণ করে জাহান্নামী হওয়ার কারণ
হিন্দুদের পূজায় যাওয়া , উৎসব করা , পূজায় সাহায্য - সহযোগিতা করা মুশরিক হয়ে মৃত্যুবরণ করে জাহান্নামী হওয়ার কারণ কিছুদিন পর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে হিন্দুদের সরস্বতী পূজা। বিভিন্ন স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয় এমন কি জাতীয় সংসদে পর্যন্ত আয়োজন করা হয়েছে এ সরস্বতী পূজা। হিন্দুদের এসব পূজা অনুষ্ঠানে দেখা যায় , অনেক মুসলমানই সেখানে অংশগ্রহণ করছে , সাহায্য সহযোগিতা করছে , প্রসাদ খাচ্ছে কিংবা পূজাকে সমর্থন করছে। যারা এসব করছে তাদের অধিকাংশই জানে না , এ ব্যাপারে পবিত্র দ্বীন ইসলাম উনার কী হুকুম বা নির্দেশ রয়েছে। মুসলমানদের সতর্ক দৃষ্টি আকর্ষণ করে এখানে এ সংক্রান্ত কিছু দলিল পেশ করছি। মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন , “ তোমরা পরস্পর পরস্পরকে নেক কাজ ও পরহিযগারীর মধ্যে সাহায্য কর , পাপ ও শত্রুতার মধ্যে সাহায্য করো না। এ বিষয়ে মহান আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি কঠোর শাস্তিদাতা। ” ( পবিত্র সূরা মায়িদা শরীফ : পবিত্র আয়াত শরীফ : ২ ) পবিত্র হাদীছ শরী...